বাঙ্গালহালিয়াাতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০১৯ ১১:১৯:২৪ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ০৫:৫৬:০০
সিএইচটি টুডে ডট কম, রাজস্থালী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী ইউনিয়নে বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তর কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে দিনব্যাপী শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের কার্যক্রম সমূহে জিওবি খাতের আওতায় নেত স্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা আজ বৃস্পতিবার সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ ছাদেক। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল হোসেন, বাঙ্গালহালিয়া কলেজের প্রভাষক সুনিত কুমার মুৎসুদ্দী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম প্রমূখ ।

কর্মশালায় বিষয় বস্ত উপস্থাপন করেন কাপ্তাই উপজেলার তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ হারুন।  দিনব্যাপী কর্মশালায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় জন-প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি বলেন সরকারের এই মহতী উদ্যোগ গুলো বাস্তবায়নের জন্য স্থানীয় জন প্রতিনিধি থেকে শুরু করে এলাকার বিশিষ্ট জনদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকার সকল শ্রেণি পেশার জনসাধরণকে এগিয়ে আসতে হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions