বান্দরবানে ২৪ জানুয়ারী থেকে শুরু হচ্ছে পণ্য মেলা

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০১৯ ০৬:০৭:১৯ | আপডেটঃ ১৩ মে, ২০২৪ ০৮:০৩:৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  মহিলা বিষয়ক  অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিবন্ধকৃত মহিলা সমিতি ভিত্তিক ব্যতিক্রমী ব্যবসায়ী উদ্যোগ (জয়িতা-বান্দরবান) শীর্ষক কর্মসূচির  আওতায় বান্দরবানে চারদিনব্যাপী নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য মেলা শুরু হচ্ছে ।

বান্দরবান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বান্দরবান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী জানান, (জয়িতা-বান্দরবান) শীর্ষক কর্মসূচির আওতায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য মেলা বান্দরবানে শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। ২৪ জানুয়ারী শুরু হয়ে চার দিনব্যাপী এই মেলা চলবে ও ২৭ জানুয়ারী মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। মেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে আর এতে উৎসাহ বৃদ্ধি পাবে নারী উদ্যোক্তাদের।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী আরো জানান, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম আর মেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম। এছাড়া ও বান্দরবানের বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ মেলায় উপস্থিত থাকার কথা রয়েছে ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions