পানছড়িতে ইউপি চেয়ারম্যানকে দুবৃর্ত্তদের গুলি, ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী

প্রকাশঃ ০৯ জানুয়ারী, ২০১৯ ১২:৩০:২৬ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৪:৩৬:৩০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার পানছড়িতে নাজির হোসেন(৩৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের একটি চায়ের দোকানের সামনে দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আহত নাজির পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এই ঘটনার জন্য প্রসীত খীসার ইউপিডিএফকে দায়ী করেছে উপজেলা আওয়ামীলীগ।

পানছড়ি থানার ওসি মোঃ নুরুল আলম বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহত ব্যক্তিকে খাগড়াছড়িতে প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
 
আহত নাজির হোসেনের বড় ভাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া বলেন, এই ঘটনার জন্য প্রসীত খীসার ইউপিডিএফ জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে আমাদের উপর হামলার  হুমকী দিয়ে আসছিল। আজ আমার ভাইয়ের উপর হামলা করলো।


তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা এই ঘটনার জন্য দলটির অভ্যন্তরিণ কোন্দলকে দায়ী করেছেন।


 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions