লামায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

প্রকাশঃ ১৫ ডিসেম্বর, ২০১৮ ০২:০২:১০ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১১:৫৫:৪৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সারা দেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায়ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা প্রমুখ অতিথি ছিলেন। এতে উপজেলার রাজনৈতিক, সামাজিক, সরকারী বেসরকারী সংস্থার কর্মচারী কর্মকর্তারা অংশ গ্রহন করেন।

সভায় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ করতে শুরু করেছিল এবং পাকিস্তানিরা যখন বুঝতে পারলো মুক্তিযুদ্ধে তাদের পরাজয় সময়ের ব্যাপার মাত্র,তখনই এদেশের পাকিস্তানি দোসর, রাজাকার, আল-বদর, আল-শামসদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী ১৪ ডিসেম্বর এদেশের শতাব্দীর শ্রেষ্ঠ সন্তানদের অর্থাৎ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।

বাঙালি জাতি যাতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই চিন্তা ধারায় বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে তারা।

আলোচনা সভার শেষে শহীদ বুদ্ধিজীবিদের আতœার মাগফেরাত কামনা করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions