প্রকাশঃ ২০ এপ্রিল, ২০১৮ ০৯:১৬:৪৭
| আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ ১১:৪৯:০৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় এক মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা ও দায়রা জজ রত্মেশ্বর ভট্টাচার্য এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলো, দীঘিনালা উপজেলার বড় মেরুং-এর বাসিন্দা মর্তুজা আলীর ছেলে মো: ইসমাইল হোসেন(২১), একই গ্রামের বাসিন্দা ইছহাক আলীর ছেলে ইমন হোসেন(২০) ও আক্কাছ আলীর ছেলে ফারুক মিয়া(২৩)।
আসামীদের যাবজ্জীবন
কারাদন্ডের পাশাপাশি এক লক্ষ টাকা করে অর্থদন্ড- অনাদায়ে এক বছর করে কারাদন্ড দেয় আদালত।
২০১৪ সালের ১৮ জুন দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে দশম শ্রেণীর ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে অভিযুক্তরা। এঘটনায় মেয়ের মা বাদী হয়ে একই দিন দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে কিশোরীর পরিবার।