বান্দরবানে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০১৮ ০৭:৫৯:২২ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০৭:৫৪:৪১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান পার্বত্য জেলা ৩০০ নং আসনে তিন এমপি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে আওয়ামীলীগ,বিএনপি ও ইসলামী আন্দোলনের  প্রার্থীদের মধ্যে এই  প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এ সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং কে নৌকা, বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী'কে ধানের শীষ ও  ইসলামী আন্দোলনের প্রার্থী শওকতুল ইসলাম'কে হাত পাকা প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার  মোহাম্মদ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার  মো: নোমান হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেনসহ আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন ।।  


৭টি উপজেলা ২টি পৌরসভা ও ৩৩টি ইউনিয়ন নিয়ে ৩০০নং সংসদীয় আসন বান্দরবান। জেলা নির্বাচন অফিসারের তথ্যমতে, এ আসনে মোট ২ লাখ ৪৬ হাজার ১৮৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৮ হাজার ৩২৯ জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৫৪ জন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions