ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা ও কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ ২৮ মার্চ, ২০১৮ ০১:৩২:০৯ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১২:০০:৩৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা, কুপিয়ে জখম ও যৌন হয়রানীর প্রতিবাদ এবং দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করে শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম। বুধবার সকাল ১০ টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ কর্মসুচী পালন করে  সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি কাজল বরন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় নেতা বিপুল বিকাশ ত্রিপুরা, দহেন ত্রিপুরা, ডালিয়া ত্রিপুরা প্রমুখ।

উল্লেখ্য, বিগত ২৫ মার্চ জেলার মাটিরাঙ্গা উপজেলা আমতলী ইউনিয়নে বর্ণাল মুক্তিযোদ্ধা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক কিশোরী  বিদ্যালয় থেকে ফেরার পথে মোঃ মাসুদ নামে এক যুবক ধর্ষনের চেষ্টা করে। ধর্ষনে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে জখম করা হয়।




সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions