খাগড়াছড়িতে বি ডি ক্লিনের উদ্যোগে স্টেডিয়াম পরিচ্ছন্নতা

প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০১৮ ০৫:২৭:০৮ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৬:৫৮:১৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পরিচ্ছন্নতা  হোক আমার থেকে এই শ্লোগানে খাগড়াছড়িতে বিডি ক্লিন খাগড়াছড়ির সদস্যদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেছে। সোমবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ১০তম ইভেন্ট হিসেবে খাগড়াছড়ি স্টেডিয়ামে পরিচ্ছন্নতার কাজ শুরু করে বি ডি ক্লিন খাগড়াছড়ি শাখা।

এর আগে বি ডি ক্লিন-এর সদস্য তানজিনা আক্তার পরিচ্ছন্নতার শপথ পঠ করান। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া স্ংস্থার সাধারান সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মোঃ আজহার আলী হীরা।

উল্লেখ্য, গতকাল (রোববার) পার্বত্য শান্তি চুক্তি’র ২১ বছর পূর্তি উপলক্ষে স্টেডিয়াম মাঠে দেশসেরা ব্যান্ড ‘সোলস’ সংগীত পরিবেশন করেন। এতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতির ফলে স্টেডিয়াম মাঠ ও এর আশে-পাশে বিপুল বর্জ্যরে স্তুপ পড়ে যায়। আর এ বর্জ্য অপসারণের লক্ষেই বিডি ক্লিনে-এর সদস্যরা এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions