পার্বত্য ভূমি কমিশনসহ চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নের দাবী

প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০১৮ ০৭:৫০:০৩ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০২:২৫:২৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ঐতিহাসিক পার্বত্য চুক্তির ২১ বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা করেছে এম এন লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

এই উপলক্ষে রোববার বেলা ১২টার দিকে খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভার সভাপতিত্ব করেন বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক প্রফুল্ল কুমার চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা, রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূ রঞ্জন চাকমা, ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা, যুব বিষয়ক সম্পাদক প্রনব চাকমা, দপ্তর সম্পাদক উজ্জ্বল ত্রিপুরা, জেলা কমিটির সাধারণ সম্পাদক সিন্ধু কুমার চাকমা, রবি শংকর তালুকদার, সুসময় চাকমা, প্রীতিময় চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা, সরকার চুক্তি বাস্তবায়নের নামে জুম্ম জনগনের সাথে ধোকাবাজি করছে। চুক্তির অধিকাংশ ধারা এখনো বাস্তবায়ন হয়নি। গুরুত্বপূর্ণ ভূমি কমিশন কার্যকর করতে সরকার কোন পদক্ষেপ নিচ্ছেনা। অবিলম্বে ভূমি কমিশনসহ চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিঁয়ারী দেয়া হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions