সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় পহেলা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ উপলক্ষে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে আজ সকালে রাজস্থলী বাজার হরি মন্দির প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে মন্দিরের এক নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসে মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা ধনরাম কর্মকার। প্রধান অতিথি ছিলেন জাগো হিন্দু পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি উজ্জল মল্লিক, প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক টিটু শীল, বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক হিরু সুশীল, আইন বিষয়ক সম্পাদক পিন্টু দাশ, সমীর শীল, রমিও মহাজন হিমু, দীলিপ চক্রবর্তী, রাজস্থলী হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সম্ভু নাথ বর্ণিক, সাবেক সভাপতি রাখাল চন্দ্র দাশ, ইউপি সদস্যা সরস্বতী ত্রিপুরা, দীলিপ দাশ, ডাঃ লিটন বর্ণিক, মিটুল চন্দ্র দে, অর্পন দাশ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জাগো হিন্দু পরিষদের ঘিলাছড়ি ইউনিয়নের সভাপতি শিমুল দাশসহ এসময় জাগো হিন্দু পরিষদের উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মঙ্গল শোভাযাত্রায় উপজেলার দুটি ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের শতশত নারী-পুরুষের ঢল নামে।