আমার জেলা আমার অহংকার শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রকাশঃ ১৬ এপ্রিল, ২০১৮ ০২:০২:৫৮ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০১:৫০:৩০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আমার জেলা আমার অহংকার শীর্ষক প্রতিযোগিতায় রাঙামাটিতে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
শিশুদের মাঝে সুস্থ্য বিনোদন চর্চা ও সৃষ্টিশীলতা বিকাশের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটু আই প্রকল্পের অধীনে জেলা ব্র্যান্ডিং প্রোগ্রামও মাঠ প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আমার জেলা আমার অহংকার’শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

এসময় জেলা প্রশাসক বলেন, লেখা পাড়ার পাশাপাশি বিনোদন ও শাররীক গঠনে শিক্ষার্থী দের মাঝে বিনোদনের প্রয়োজন রয়েছে। শিশুদের সৃষ্টিশীলতা বিকাশের জন্য শাররীক চর্চা জরুরী। তাই আজকে যারা শিশু আগামী দিনে তারা এ দেশের বলিষ্ট কর্ণধার হয়ে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেবেন, সে কারনে শিশুদের এখন থেকে গড়ে তুলতে হবে।

জানা গেছে, শহরের লেকার্স স্কুল এন্ড কলেজ,আল আমিন ফাজিল ডিগ্রি মডেল মাদ্রসা, মুজাদ্দে-দ-ই আল ফেসানী একাডেমি,রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি বালিকা উচ্চ বিদ্যালয়,রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়সহ ৮-১০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় গ্রহন করেন।
পুরস্কার বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি),বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions