সেনাবাহিনীর উদ্যোগে অনাথালয়ের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশঃ ১৭ মার্চ, ২০২৪ ০৫:১৯:৩৮ | আপডেটঃ ১৬ মে, ২০২৪ ০৩:৩২:০৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের সেনা জোনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে বান্দরবান সদর উপজেলায় প্রান্তিকলেক শাক্যমিত্র অরণ্য বৌদ্ধ বিহার, শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্রে বান্দরবান সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের এই সকল সামগ্রী বিতরণ করেন।

এসময় প্রান্তিকলেক শাক্যমিত্র অরণ্য বৌদ্ধ বিহার, শান্তমিত্র বৌদ্ধ ,ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বি.শান্তমিত্র ভিক্ষু, ভাবনা কেন্দ্রের বিভিন্ন শ্রবণ, এতিম শিশু এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় আশ্রটির ৩৫জন এতিম শিশুর হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী তুলে দেয় সেনাবাহিনীর বান্দরবান সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ। ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions