খাগড়াছড়ি আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরার তৃতীয় মেয়াদে জয়

প্রকাশঃ ০৮ জানুয়ারী, ২০২৪ ০১:৩৫:৪২ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ০২:২৫:২৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। তৃতীয় মেয়াদে বিপুল ভোটে খাগড়াছড়ি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে লাখ ২০ হাজার ৭৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান রোববার রাত সাড়ে ১০ টায় ঘোষণা দেন। 

 

কুজেন্দ্র লাল ত্রিপুরার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৩৮ ভোট পেয়েছেন। ছাড়া সোনালী আঁশ প্রতীকে উশ্যেপ্রু মারমা হাজার ২৬ ভোট ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা আম প্রতীকে হাজার ৫৬ ভোট পেয়েছেন। 

 

রিটার্নিং অফিসার আরও জানান, লাখ ১৫ হাজার ১৯ ভোটের মধ্যে ভোট পড়েছে লাখ ৫৭ হাজার ৫৪। বাতিল হয়েছে হাজার ৫৮ ভোট। বৈধ ভোটের সংখ্যা লাখ ৪৯ হাজার ৯৬। শতকরা হিসেবে ৪৯.৯৯ শতাংশ

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions