রাজস্থলীতে সাংগ্রাই জলোৎসব উপলক্ষে আনন্দ র‌্যালী

প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০১৮ ১১:০৩:২৮ | আপডেটঃ ০৫ এপ্রিল, ২০২৪ ০২:০৯:১৯

সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক প্রাণের উৎসব মাহাঃ সাংগ্রাই জলোৎসব- ১৪২৫ বাংলা শুভ নববর্ষ উদ্যাপন উপলক্ষে উপজেলা মারমা সম্প্রদায়ের উদ্যোগে আনন্দ র‌্যালী তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে বের হয়। র‌্যালীটি উপজেলা হয়ে রাজস্থলী বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে জলোৎসবে মিলিত হয়।
জলোৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ এস.এম মাহাবুবুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, পল্লী উন্নয়ন কর্মকর্তা খন্দকার নুরুন্নবী, সহ-সভাপতি রবার্ট ত্রিপুরা, মহিলা এমপি প্রতিনিধি লংবতি ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, সাংগঠনিক সম্পাদক রেঅংগ্যা মারমা, ইউপি চেয়ারম্যান উথান মারমা, ঞোমং মারমা প্রমুখ।
উৎসবকে ঘিরে আনন্দ র‌্যালীতে মারমা সম্প্রদায়ের নারী-পুরুষের ঢল নামে। জলোৎসবে প্রায় ২০টি পাড়ার যুবক-যুবতীরা দল বেঁধে একে অপরের গায়ে পানি ছিটিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেয়। সন্ধ্যা তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions