বাঙ্গালহালিয়া বাজার কমিটিকে সংবর্ধনা দিয়েছে যুব উন্নয়ন সংঘ

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০১৮ ০৮:৫৯:৫১ | আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০২:২২:৪৭

সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়েছেন বাঙ্গালহালিয়া যুব উন্নয়ন সংঘ।

শুক্রবার রাত ৮টার সময় বাঙ্গালহালিয়া বাজারস্থ বাঙ্গালহালিয়া যুব উন্নয়ন সংঘের সভাপতি মোঃ শাহেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ জেবল হোসেন সওদাগর, বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ এনামুল হক, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ শামশুল আলম, সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি বাপ্পা দাশ, অর্থ সম্পাদক টুলু কুমার বড়–য়া, কার্যকরী সদস্য রাজন ঘোষ, মোঃ রবিউল হোসেন, মোঃ ইছহাক, সুমন বড়–য়া, মোঃ শাহ আলম, উজ্জল দে, মোঃ আইয়ুব, জামাল উদ্দিন সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব জেবল হোসেন সওদাগর বলেন বাজারে আগত ক্রেতাদের সন্তোষ্টি অর্জনের লক্ষে সকল ব্যবসায়ীদের একযুগে কাজ করার আহবান জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions