সভাপতি ইতি,সাধারন সম্পাদক ইমন

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০১৮ ০৯:৫৮:৪৯ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০৯:৫৪:৩৫

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ন্যাশনাল চিল্ডড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) বান্দরবান জেলা কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৮ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২এপ্রিল) সকালে বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার মিলনায়তনে বান্দরবান জেলা এনসিটিএফ কমিটির সভাপতি ইয়াছিনুল হাকিম চৌধুরী’র সভাপতিত্বে দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার উপ-পরির্দশক মো. হেলাল, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ ভোলান্টিয়ার আবদল্লাহ জোবাইর, এছাড়া নিবার্চন চলাকালিন সার্বিক সহযোগিতায় করেন বান্দরবান শিশু একাডেমীর অফিস সহায়ক মো. মাসুদ রানা, এনসিটিএফ বান্দরবানের সাবেক ভোলান্টিয়ার আবু বক্কর সিদ্দীক পারভেজ সহ অন্যান্যরা।
উক্ত নির্বাচনে বান্দরবান জেলার বিভিন্ন বিদ্যালয়ের এনসিটিএফ সদস্য শিক্ষার্থীবৃন্দ প্রতিদন্ধীতা করে এবং এনসিটিএফ সদস্য শিক্ষার্থীরাই ভোট প্রদানের মাধ্যমে আগামী ২ বছরের জন্য জেলা কমিটি নির্বাচিত করে।
এসময় বান্দরবান জেলা এনসিটিএফ কমিটিতে নতুন নেতৃত্বে সভাপতি পদে নির্বাচিত হন মানসুরা আক্তার ইতি। এছাড়া সহ-সভাপতি মো. ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক - আলফাজ উদ্দিন ইমন,
যুগ্ম সাধারণ সম্পাদক - মরিয়াম আক্তার, সাংগঠনিক সম্পাদক - হুমায়রা আজিজ বৃষ্টি,
শিশু সাংবাদিক (ছেলে) - আবদুল্লাহ আল মাশরুফ জিসান, শিশু সাংবাদিক (মেয়ে) দেবী দীপ্তরুপা ঐশী, শিশু গবেষক (ছেলে) জোবায়ের হোসেন রায়হান, শিশু গবেষক (মেয়ে) রাবেয়া আক্তার রুমী,
চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) কমল ত্রিপুরা, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) লাভলী বম নির্বাচিত হয়েছেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions