বাঘাইছড়িতে জোড়া খুনের ঘটনায় এখনো মামলা হয়নি

প্রকাশঃ ০৫ অক্টোবর, ২০১৮ ০৭:১৩:৩২ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৯:২৮:৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা  ইউনিয়নের মারিশ্যা  মৌজার সাবেক হেডম্যান অমিয় কান্তি খীসার স্ত্রী  কল্পনা চাকমা (৭০) ও প্রতিবেশী সাবেক ই্উপি সচিব মৃত ধনবিন্দু চাকমার স্ত্রী বিন্দা মালা চাকমাকে (৬৫) কুপিয়ে হত্যা করার ঘটনায় এখনো মামলা হয়নি, এদিকে লাশ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

প্রসঙ্গত: বাসার কর্তা সাবেক হেডম্যান অমিয় কান্তি খীসা বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি থেকে ফিরে দেখেন বাসার দরজা বন্ধ কোন সাড়া শব্দ নেই, ডাকাডাকি করে কাউকে না পেয়ে দরজা খোলে দেখেন তার স্ত্রী কল্পনা চাকমা (৭০) এবং প্রতিবেশী সাবেক ই্উপি সচিব মৃত ধনবিন্দু চাকমার স্ত্রী বিন্দা মালা চাকমার গলা কাটা লাশ পড়ে আছে। এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।  

পুলিশের ধারণা পুর্ব শত্রুতা বা ডাকাতির উদ্দেশে তাদের হত্যা করা হতে পারে।

বাঘাইছড়ি থানার ওসি আমির হোসেন জানান, এখনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে, বিকাল নাগাদ মামলা হতে পারে। মামলার পর পুলিশ আসামী ধরতে অভিযান পরিচালনা করবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions