ভুমি অধিগ্রহণ আইন সমতলের ন্যায় করার জন্য সুপারিশ করা হবে: ওবায়দুল মোকতাদির এমপি

প্রকাশঃ ০৪ অক্টোবর, ২০১৮ ১০:১৮:০৬ | আপডেটঃ ০৫ মে, ২০২৪ ০৫:১৬:১০
সিএইচটি টুৃডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির এমপি বলেছেন, সমতলের ন্যায় পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা যেন ভুমি অধিগ্রহণের ক্ষতিপুরণ পান সে জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। এছাড়া কর্ণফুলী পেপার মিল যাতে সরকারি উদ্যেগে হোক বা ব্যাক্তি মালিকানাধীন উদ্যেগ হোক চালু করার সে বিষয়ে আলাপ হয়েছে। এছাড়া কাপ্তাই লেকের কোন কোন স্থানে ড্রেজিং করা যায় সেই  বিষয়ে আগামী সভায় পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তাদের ডাকা হবে।

আজ সকাল ১১৮টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক শেষে কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির এমপি একথা বলেন।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম চাকমাসহ তিন পার্বত্য জেলার গুরুত্বপূর্ণ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে শেষে কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির এমপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পার্বত্য শান্তি চুক্তি ৭০ ভাগ বাস্তবায়ন করা হয়েছে, এটি চলমান প্রক্রিয়া।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions