সাজেকে ফ্রি চিকিৎসা সেবাসহ গাছের চারা বিতরণ

প্রকাশঃ ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০১:১১:২২ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ১১:৩০:৩৪
সিএইচটি টুডে ডট কম,বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জেলার  বাঘাইছড়ি উপজেলার  সীমান্তবর্তী  সাজেক ইউনিয়নের উদ্যেগে মাচালং  উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার দুপুর ১২টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভা শেষে   এল জি এসপির অর্থায়নে  দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর, বিনামূল্যে ফলজ   চারা বিতরন ও  ব্যাগ গার্ডেনিং এর    উদ্বোধন করা হয়।  

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেনশন চাকমার সভাপতিত্বে সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের মেজর আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন,সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল আনোয়ার, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমাসহ ইউপি সদস্য,হেডম্যান কার্বারী, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions