শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশঃ ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০৭:৪৮:৩২ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৪:৪৬:৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলায় শারদীয়া দূর্গোৎসব যাতে সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সকল পূজা মন্ডপ কমিটিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। আজ বুধবার সকালে রাঙামাটি জেলা শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় তিনি এ আহবান জানান।

রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম শফি কামাল, রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এস,এম নজরুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল চন্দ্র দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজান সহ ৪০ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এবছর রাঙামাটি পৌর শহরে ১৪ টি এবং ১০ উপজেলায় ২৬ টি সহ মোট ৪০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions