গণহত্যার মাধ্যমে এদেশের স্বাধীনতাকামী মানুষকে দমিয়ে রাখতে চেয়েছিলো পাকহানারা

প্রকাশঃ ২৫ মার্চ, ২০২৩ ১০:১১:২৪ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ১২:৩৫:২৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে রাঙামাটিতে। রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে সকালে দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচন সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মীর আবু তোৗহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ,রাঙামাটি রোভার স্কাউটের সাধারণ সম্পাদ মো. আবছার আলীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা বলেন, নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানী সৈন্যরা বর্বর হামলা চালিয়ে এদেশের স্বাধানতকামী মানুষকে দমিয়ে রাখতে চেয়েছিলো। কিন্তু তারা বাঙালী জাতিকে দমাতে পারেনি, বঙ্গবন্ধুর ডাকে তারা জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় এদেশের বিজয়।

বক্তারা ২৫ মার্চ কালো রাত্রির বর্বর হত্যাকান্ডকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহবান জানান।    

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions