রাঙামাটিতে ৪৩৯টি পরিবার প্রধানমন্ত্রীর ঘরে উপহার পেলো

প্রকাশঃ ২২ মার্চ, ২০২৩ ১০:০২:৪৯ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১২:৫৩:২৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চতুর্থধাপে রাঙামাটি জেলায় ৪৩৯াট গৃহহীন ও ভুমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের পর রাঙামাটি জিমনিসিয়াম হলরুমে  রাঙামাটিতে গৃহহীনদের মাঝে চাবি হস্তান্তর করেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী. পুলিশ সুপার মীর তৌহিদ হোসেনসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটির ৮টি উপজেলায় ৪র্থ পর্যায়ে রাঙামাটি সদর উপজেলায় ৮৪ টি, বাঘাইছড়ি উপজেলায় ৮০ টি, লংগদু উপজেলায় (৩য় পর্যায়ের ৪০ টি সহ) ৮৩ টি, নানিয়াচর উপজেলায় ২৭ টি, বরকল উপজেলায় ৪০ টি, রাজস্থলী উপজেলায় ১৪ টি, জুরাছড়ি উপজেলায় ৭০ টি এবং কাউখালী উপজেলায় ৪১ টি সহ সর্বোমোট ৪৩৯ টি ঘরের চাবি হস্তান্তর করা।

উপজেলাগুলোতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা গৃহহীনদের মাঝে চাবি বিতরণ করেন।

ভুমিহীন ও গৃহহীনরা ঘর পেয়ে সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।   

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions