বান্দরবানে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পেল ৪৩০জন ভূমিহীন

প্রকাশঃ ২২ মার্চ, ২০২৩ ০৯:৩৯:৫৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৮:৫৭:৫৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলার ৭ উপজেলায় ৪র্থ পর্যায়ে ১২৩টি আধাপাকা ঘর ও ৩০৭ টি মাচাং ঘরসহ মোট ৪৩০টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ে ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।

এসময়  উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সদর উপজেলা  পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবিএম আবুল কাশেম চৌধুরী বীর প্রতীকসহ উপকারভোগীরা।

এসময় মুজিববর্ষ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ধারাবাহিকতায় বান্দরবান সদর উপজেলার ৪৫টি গৃহহীন পরিবারকে ঘরের  দলির হস্তান্তর করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions