পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে সরকার বদ্ধপরিকর : দীপংকর তালুকদার এমপি

প্রকাশঃ ২২ মার্চ, ২০২৩ ০৯:৩৬:৪৮ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০২:১৪:৩৬

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)| রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, "পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে সরকার বদ্ধপরিকর।" তাই বর্তমান সরকার উচ্চশিক্ষা বিস্তারের জন্য রাঙামাটির প্রতিটি উপজেলায় বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসা স্থাপন করে শিক্ষার দ্বার উন্মোচন করেছেন

 

বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া, নবীনবরণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

 

মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী ফয়েজুল আজীমের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদ এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রফিকুন্নেছা রুজি

 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম প্রমুখ

 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা তদন্ত ওসি সানজিদ আহমেদ, জেলা পরিষদ সদস্য আসমা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার ফোরকান আহমেদ, প্রবীণ সাংবাদিক মো. এখলাছ মিঞা খান সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অভিভাবকগণ

 

এর আগে অতিথিগণ বিদ্যালয়ের নবনির্মিত বিজ্ঞানাগার উদ্বোধন করেন

 

শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল মামুনের দোয়া পরিচালনায় অনুষ্ঠানের সমাপ্তি হয়

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions