রিজার্ভবাজারে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

প্রকাশঃ ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:৪০:১১ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০৪:২০:৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পর্যটন শহরকে রাঙামাটিকে পর্যটকদের কাছে আর্কষণীয় করে তুলতে এবং রাঙামাটিতে সড়কের দুপাশে যত্রতত্র বিভিন্ন সামগ্রী ফেলে রাখাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন ও রাঙামাটি পৌরসভা গতকাল রোববার থেকে মাসব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করেছে।

উচ্ছেদের অভিযানের অংশ হিসাবে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় সকাল ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় রাস্তার দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাসহ জমিয়ে রাখা নির্মাণ সামগ্রী, ভ্যানগাড়িসহ বিভিন্ন জিনিসপত্র মোবাইল কোর্ট জব্দের পাশাপাশি জরিমানাও করে। আজকে রাস্তার উপর  বসা ৪টি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয।

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, অভিযানের মুল উদ্দ্যেশে হচ্ছে একটা সুশৃঙ্খল এবং পর্যটক বান্ধব শহর হিসেবে গড়ে তোলা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions