“নানিয়াচরে জেএসএস সংস্কারবাদীদের গুলিতে নিহত দু’ ব্যক্তি ইউপিডিএফের কর্মী নয়”

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:২২:১৩ | আপডেটঃ ০৩ মে, ২০২৪ ০৫:৩৬:১৬
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা আজ শুক্রবার বিকালে দ্বিতীয় দফায় দেওয়া বিবৃতিতে বলেছেন, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাঙামাটির নানিয়াচরের রাম সুপারি পাড়ায় জেএসএস সংস্কারবাদীদের গুলিতে নিহত যুদ্ধ মোহন চাকমা ওরফে আকর্ষণ (৪২) ও শ্যামল কান্তি চাকমা ওরফে সুমন্তকে (৩৫) বিভিন্ন অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় ইউপিডিএফের কর্মী বলে যে প্রচার করা হয়েছে তা আদৌ সত্য নয় বলে দাবি করে ইউপিডিএফ বলেছে তারা কেবল তাদের আশ্রয়ে ছিল।

বিবৃতিতে বলা হয়, ‘নিহত দুই ব্যক্তি ইউপিডিএফের সাথে যুক্ত নয়’ দাবি করে ঘটনা বিষয়ে দ্বিতীয় বিবৃতিতে তিনি বলেন‘ তারা কয়েক মাস আগে সংস্কারবাদী জেএসএস ত্যাগ করে ইউপিডিএফের সাথে বোঝা পড়ার ভিত্তিতে স্বাভাবিক জীবনে ফিরে এসে গ্রামে বসবাস করছিলেন’।

সংস্কারবাদীদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জুম্ম জাতীয় স্বার্থ বিরোধী কার্যকলাপের প্রকাশ্যে সমালোচনা করার কারণেও মাফিয়া চক্রের মতো দলত্যাগের প্রতিশোধ নিতে তাদেরকে হত্যা করা হয়েছে বলে ইউপিডিএফ নেতা মন্তব্য করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions