বাঘাইছড়িতে হিজরি নববর্ষ উদযাপিত

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০১৮ ১২:২৫:০১ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৭:০২:১৬
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। হিজরি ১৪৪০ বরণ ও শাহাদাতে কারবালা স্মরণে সোমবার বিকাল ৫ টায় বাঘাইছড়ি চৌমুহনী মুক্তমঞ্চে   হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কাচালং দাখিল মাদরাসার  শিক্ষক মৌলানা মোজাম্মেল হক নূরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বটতলী দরবার শরীফের  সাজ্জাদানশীন, পীরজাদা আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ আবদুন নূর ছাহেব (মা.জি. আ.),  প্রধান আলোচক ছিলেন,সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সুপার,মৌলানা নুরুল ইসলাম আলকাদেরী,
প্রধান আকর্ষন ছিলেন, চট্টগ্রামের বিশিষ্ট নাত খাঁ, শায়ের রাশেদুল ইসলাম  চাঁটগামী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান, সৈয়দ মুহাম্মদ আবদুল বারী।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন,রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম ও আন নুর ইসলামী সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions