বাঘাইহাট জোনের উদ্যেগে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন

প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০৫:২৪:৩৫ | আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৪ ০৪:২৬:২৯
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। পার্বত্য জেলা রাঙামাটির সাজেকের  বাঘাইহাট গংগারাম বাজার এলাকায় হতদরিদ্র রোগীদের মধ্যে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন বাঘাইহাট ১২বীর সেনা জোন কর্তৃপক্ষ।

সোমবার সকাল সাড়ে ৮টায়  গঙ্গারাম বাজার এলাকায় সদ্য উদ্ভোধন হওয়া সিনিয়রস’ ক্লাবে পাহাড়ী ও বাঙালিদের মাঝে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় দেড় শতাধিক পাহাড়ি বাঙালী রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট সেনা জোন মেডিকেল টিমের আরএমও ক্যাপ্টেন খায়রুল এনাম মো. শাফায়েত জামিল।

এ বিষয়ে সেনা জোন কতৃপক্ষ থেকে জানানো হয়, পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকায় সাধারণ মানুষের পক্ষে উচু নিচু পাহাড় বেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সম্ভব না হওয়ায় এসব রোগী চিকিৎসা সেবা হতে বঞ্চিত হয়। সেই দুর্গম এলাকার সাধারণ গরীব মানুষের কথা চিন্তা করে জোনের পক্ষ হতে এ মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাঘাইহাট জোন কর্তৃক প্রত্যেক দুর্গম এলাকায় গিয়ে এধরণের  স্বাস্থ্য সেবা প্রদান অব্যাহত রাখবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions