সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০৫:২০:৫৫ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ১০:৫২:৩৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। এ সি আই মটরস্ এর সোনালীকার ডে-২০১৮ উপলক্ষে বার্ষিক সার্ভিস ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। সোমবার বিকেলে গঞ্জপাড়াস্থ ব্রিক ফিল্ড এলাকায় আয়োজিত বার্ষিক সার্ভিস অনুষ্ঠানে ছিল ভিন্ন রকম আয়োজন। বিনা মুল্যে গ্রাহক ও ট্রাক্টর চালকদের জন্য স্বাস্থ্য সেবা, কুপনের মাধ্যমে লটারীর মাধ্যমে খেলাধুলা ও ট্রাক্টর সার্ভিসিংসহ গ্রাহকদের নিয়ে মত বিনিময় সভা করে প্রতিষ্ঠানটি। এতে মূল্য ছাড়ে পাওয়ার টিলার, ট্রাক্টারের বিভিন্ন পারস গ্রাহকদের বিক্রয়েরও ব্যবস্থা নেওয়া হয়।

এরিয়া ম্যানেজার আব্দুল আলিম শেখ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের রিজিয়নাল সেলস্ ম্যানেজার মাহমুদ রশিদ। অনুষ্ঠানে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, খাগড়াছড়ি ট্রাক্টর সমিতির সভাপতি ও সমাজ সেবক এটিএম রাশেদুল ইসলাম,সিনিয়র এ্যাসেসমেন্ট এ্যান্ড রিকভারী অফিসার মো: মাহবুব আলম, এ্যাসেসমেন্ট এ্যান্ড রিকুভারী অফিসার রিপন চাকমা,সার্ভিস ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন প্রমূখ।
মত বিনিময় সভায় নেতৃবৃন্দরা বলেন, গ্রাহক সেবায় সোনালীকার মুল লক্ষ। এ কোম্পানি তাদের ক্রেতা ও গ্রাহক সেবা দিতে অঙ্গিকারাবদ্ধ। শুধু তাই নয় বাংলাদেশের যে কোন স্থান সোনালীকার পাওয়ার টিলার,ট্রাক্টর থাকলে সেখানে কোম্পানির পক্ষ থেকে সেবা প্রদান করবে এবং যে কোন সমস্যা সমাধানে সব সময় পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। বিনামূল্যে স্বাস্থ্য সেবায় খাগড়াছড়ির সন্তান উ-ক্যঞোয়েং মারমা ও পারমিতা ত্রিপুরা আগতদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions