কাপ্তাই ছাত্রলীগ সভাপতি সুমনের মাতৃবিয়োগ

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০১৮ ০৯:৩১:৫৮ | আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৪:২৬

সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমনের মা ও নতুন বাজার ব্যবসায়ী আবু কাসেমের স্ত্রী সুরাইয়া আক্তার (৪৮)  হৃদরোগ জনিত কারণে আজ বুধবার সকালে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নাল্লি.......রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ছেলে ও ২মেয়ে সহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে যায়। তাঁর এ অকাল মৃত্যুতে কাপ্তাইয়ে নেমে এসেছে শোকের ছাঁয়া।

এদিকে আজ জোহরের নামাযের পর নতুন বাজারস্থ রাজধানী ক্লাব প্রাঙ্গনে কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার সহকারী সুপার মুসা নঈমির পরিচালনায় মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরহুমাকে লকগেইটস্থ কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে মরহুমার মরদেহ নতুন বাজারস্থ বাসায় আনা হলে সেখানে মানুষের ঢল নামে। রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা আ'লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ফিরোজা বেগম চিনু এমপির প্রতিনিধি ইব্রাহীম খলিল, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন সহ আরও অনেকেই তাঁর অকাল মৃত্যুতে শোক জানান।

এদিকে দুপুরে জানাযার নামাযে কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এআর লিমন, কাপ্তাই ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সহ উপজেলা-ইউপি আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বিএনপি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ ঢলের মতো সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions