মাটিরাঙ্গায় আওয়ামীলীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসুচী; ১৪৪ ধারা জারি

প্রকাশঃ ২১ নভেম্বর, ২০২২ ০৫:০২:২৭ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৬:০১:৩৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একই স্থানে এবং একই সময়ে বিএনপি আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব আদেশ জারি করেন

 

সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিরাঙ্গা পৌরসভাস্থ মাটিরাঙা বাজার তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে সকল প্রকার সভা-সমাবেশ ছাড়াও চার বা ততোধিক ব্যাক্তির একত্রে চলাচল আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষননা নিষিদ্ধ করা হয়েছে

 

প্রসঙ্গত, সোমবার (২১ নভেম্বর) মাটিরাঙ্গা পৌরসভার পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল আয়োজন করে। একই দিন একই সময়ে কাছাকাছি দুরত্বে মাটিরাঙ্গা পৌর ভবনের সামনে বিএনপির দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছে মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগ সহযোগী সংগঠন

 

দুই দলের পাল্টাপাল্টি কর্মসুচীকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট

 

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ ধারা মতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions