সাজেকে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ

প্রকাশঃ ০৫ অক্টোবর, ২০২২ ০২:১৬:২৪ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৬:০১:৫২
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড় ধসের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকালে ৮টার দিকে ওই সড়কের নন্দরাম নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতের কারনে  বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম নামক এলাকায় সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি পড়ে। এতে ওই সড়কের যানবাহল চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে মাটি সরানোর কাজ করছে।

সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল হক জানান, বুধবার সকালের দিকে  বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম এলাকায় সড়কের উপর পাহাড় ধসে পড়েছে। আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেনাবাহিনী সকাল থেকে সড়কের মাটি সরানোর কাজ করছে আশা করছি কয়েক ঘন্টার মধ্যে কাজ শেষ হবে।

অপর দিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পরেছে সাজেকগামী পর্যটকরা সাজেকগামী ও সাজেক থেকে খাগড়াছড়িগামী প্রায় ৫শতাধিক পর্যটকবাহী গাড়ী আটকা পরেছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions