নানা আয়োজনে বান্দরবানে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন

প্রকাশঃ ০৫ অগাস্ট, ২০২২ ১০:০২:৩৮ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:১৫:১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী  উপলক্ষে ৫ আগস্ট (শুক্রবার) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপরে আওয়ামীলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ,যবুলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন,পার্বত্য জেলা পরিষদ,পুলিশ এর কর্মকর্তারাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়াও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবানে আলোচনাসভা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে প্রশাসন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions