বিলাইছড়ি জোনের উদ্যোগে আয়োজিত হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ৩০ জুন, ২০২২ ১০:২৪:০২ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ০৯:০৪:১০

সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি ( রাঙামাটি)। রাঙামাটির বিলাইছড়িতে সেনা জোনের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলা কমপ্লেক্সে উপজেলার সকল হেডম্যান কারবারি নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (৩০) জুন) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডর লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন পিএসসি, অধিনায়ক বীর  এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জোনের নতুন দায়িত্ব গ্রহণকারী জোন কমান্ডর লেঃ কর্ণেল মোঃ আহসান হাবীব রাজিব পিপিএম, পিএসসি, অধিনায়ক ৩২ বীর

 

এসময় জোন কমান্ডর সকল হেডম্যান কারবারিদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জোনের আওতাধীন এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা  পরিস্থিতি সম্পর্কে অবগত হন

 

হেডম্যান কারবারিগণ নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা এলাকার বিভিন্ন সমস্যা পাহাড়ি সন্ত্রাসীদের তৎপরতা নিয়ে তাদের অভিব্যক্তি উপস্থাপন করেন। 

 

 

এরপর জোন কমান্ডার হেডম্যান কারবারিদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি, সম্প্রতি উন্নয়নের লক্ষে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে। 

 

 

এরই ধারাবাহিকতায়, বিলাইছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকা শান্তি সম্প্রতি উন্নয়নে বদ্ধ পরিকর। হেডম্যান কারবারি তাদের এলাকার সঠিক  পরিস্থিতির সম্পর্কে তথ্য দিয়ে সহযোগীতা দিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যথা সময়ে  যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উক্ত সম্মেলনে উপস্থিত সকলের মাঝে জোন হতে প্রত্যেককে ছাতা  বিতরণ নাস্তার ব্যবস্থা   করা হয়।  

 

 

সম্মেলনের সময়  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নির্বাহী  অফিসার মোঃ মিজানুর রহমান চিএইচটি নেটওয়ার্ক  হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা প্রমূখ

 

 

সেনবাহিনীর নিঃস্বার্থ সহযোগিতা সেনাবাহিনী কর্তৃক আয়োজিত এরকম  জন কল্যাণমূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সকলে জোনের প্রতি অত্যন্ত খুশি কৃতজ্ঞতা প্রকাশ করেন 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions