রাঙামাটিতে ভূয়া সাক্ষীদাতা ভাই-বোনের ৩ বছরের কারাদন্ড

প্রকাশঃ ২৭ মে, ২০২২ ০২:২৬:২১ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১০:৫০:৩৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য জেলা রাঙামাটিতে একটি ফৌজদারী মামলায় ভূয়া সাক্ষী দেওয়ার অপরাধে আপন ভাই-বোনকে বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। 

 

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- এর বিচারক কাউসার পারভীন অভিযুক্ত আপন ভাই-বোন মরিয়ম বেগম রুহুল আমিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।  দণ্ডিত মরিয়ম রুহুল আমিন রাঙামাটির লংগদু উপজেলার বাসিন্দা।

 

আদালত সূত্রে জানা গেছে, রাঙামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে নন-জিআর ৬২/১৮ মামলার সাক্ষ্য গ্রহণকালে তৎকালীন বিচারকের জনৈক শামীম সেজে রুহুল আমিনের সাক্ষ্য প্রদানের বিষয়টি নজরে এলে বিচারক রুহুল আমিনকে উপস্থাপন করা সাক্ষী তার বোন মরিয়ম বেগম এবং রুহুল আমিনের বিরুদ্ধে দণ্ডবিধির ২০৫/৪১৯ ধারায় এজাহার রুজুর নির্দেশ প্রদান করেন

 

মামলায় তদন্ত শেষে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের পর আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিজ্ঞ আদালত উপস্থাপিত সকল সাক্ষ্যপ্রমাণ বিবেচনাপূর্বক আসামিগণের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুই ভাই-বোনের প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন

 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions