জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৫ মে, ২০২২ ০৯:৫২:৩৯ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০১:০৬:১৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে রাঙামাটির এবার ৮১ হাজার ৬৭৬ শিশুকে লক্ষ্যমাত্রায় আনা হয়েছে। সদরসহ জেলার ১০ উপজেলার ৫১ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প বসিয়ে এসব শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তাদের মধ্যে ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৭২,৪২৫ এবং ৬-১১ মাসের শিশুর সংখ্যা ৯,২৫১। আগামী ৪-৭ জুন এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

বুধবার বিকালে জেলা সিভিল সার্জন অফিসে আয়োজিত এক সাংবাদিক ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় ডেপুটি সিভিল সার্জ ডা. আরেফিন আরিফ, চিকিৎসা কর্মকর্তা ডা. ইমরুল, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions