খাগড়াছড়িতে অবৈধ মজুতের দায়ে ২ লাখ টাকা অর্থদন্ড

প্রকাশঃ ২২ মে, ২০২২ ১০:০০:৪৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১০:০৪:৫৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পৌর শহরের দুইজন ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে অবৈধ ভাবে পণ্য মজুতের দায়ে লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছির আরাফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

 

সময় জাফর ব্রাদার্সকে একমাসের বেশী সময় ধরে হাজার লিটার সয়াবিন তেল মজুত রাখায় অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণের ধারায় ৫০ হাজার টাকা এবং নিজাম স্টোরকে হাজার লিটার সয়াবিন তেল মজুতের দায়ে একই আইনে লাখ টাকা এবং মেয়াদোত্তীণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মজুতধার ভেজাল পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান। 

 

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি বাজারের ভ্রাম্যমান আদালতের অভিযানে টি ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ছাড়া খোলা বাজারে পণ্যের মোড়কে মুদ্রিত মূল্যে তা বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions