কাল পিসিপির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশঃ ১৯ মে, ২০২২ ১০:৫২:১৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:৫৩:৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আগামীকাল শুক্রবার ২০ মে পাহাড়ী ছাত্র পরিষদের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৬তম প্রতিনিধি সম্মেলন।
“আত্ননিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদারকরণে ছাত্র সমাজ অধিকতর সামিল হউন” এই শ্লোগানকে সামনে রাঙামাটির জিমনেসিয়াম মাঠে সকালে পিসিপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে।

পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমার সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় ওরফে সন্তু লারমা। ছাত্র সমাবেশের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবি অধ্যাপক মংসানু চৌধুরী।

দ্বিতীয়দিন রাঙামাটি শিল্পকলা একাডেমীতে কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে নতুন কমিটি গঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions