খাগড়াছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনের প্রস্ততি সম্পন্ন

প্রকাশঃ ২১ অগাস্ট, ২০১৮ ০২:০১:৫২ | আপডেটঃ ০৭ মে, ২০২৪ ০৬:০০:৫০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে ত্যাগের মহিমায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনে সকল প্রস্ততি সম্পন্ন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
এ উপলক্ষে জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় ঈদ জামাত আয়োজন, নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই, জবাইকৃত পশুর বর্জ্য স্বাস্থ্য সম্মত উপায়ে দ্রুত অপসারণ ও নিস্কাশনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় জেলা শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি গেইট হতে যুব প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত ছোট ছোট রঙ্গিন পতাকা ,বাংলা ও ইংরেজীতে ঈদ মোবারক লেখা পতাকায় সজ্জিত করার সিদ্ধান্ত গৃহিত হয়।এছাড়া ঈদের  সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোথায় কখন ঈদের জামাত :
ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। প্রাকৃতিক  দুর্যোগের কারণে ঈদগাহে জামাত করা সম্ভব না হলে খাগড়াছড়ি শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুরাতন পুলিশ লাইন জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, পুর্ব ইসলামপুর জামে মসজিদ, খেজুর বাগান জামে মসজিদ, ১নং কদমতলী জামে মসজিদে , সকাল ৮টা ১৫ এ ঈদের জামাত অনুষ্ঠিত হবে কুমিল্লাটিলা জামে মসজিদ,শালবাগান কবরস্থান জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ, উত্তর গঞ্জপাড়া জামে মসজিদে। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এপিবিএন জামে মসজিদ,বায়তুর নুর জামে মসজিদ, বাস টার্মিনাল জামে মসজিদ,সদর উপজেলা জামে মসজিদ,গারাঙ্গীয়া জামে মসজিদ গোলপাড়া জামে মসজিদ ও গাউছিয়া তৈয়বিয়া সুন্নিয়া জামে মসজিদে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions