খাগড়াছড়িতে সোমবার আধা বেলা সড়ক অবরোধ ডেকেছে তিন পাহাড়ী সংগঠন

প্রকাশঃ ১৮ অগাস্ট, ২০১৮ ১০:৪০:৫৮ | আপডেটঃ ০৩ এপ্রিল, ২০২৪ ০৮:২৮:০০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। দোকানপাট বন্ধ ও স্বনির্ভর এলাকায় হামলার প্রতিবাদে সদর উপজেলার পেরাছড়া এলাকায় স্থানীয় গ্রামবাসীরা প্রতিবাদ মিছিল বের করে। সেখানেও হামলার ঘটনা ঘটেছে। হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত চন কুমার চাকমা (৫৫) বিকেল ৩টায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে স্বনির্ভর বাজার ও পেরাছড়া এলাকায় হামলার ঘটনায় পাহাড়ী ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি তপন চাকমাসহ ৭ জনের মৃত্যুর প্রতিবাদে ২০আগষ্ট সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলায় আধা বেলা সড়ক অবরোধ ডেকেছে পাহাড়ী ছাত্র পরিষদ,গণতান্ত্রিকযুব ফোরাম, হিলউইমেন্স ফেডারেশনসহ তিনটি সংগঠন।
সন্ধ্যায় পাহাড়ী ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক সমর চাকমা প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ আগস্ট মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব ও সরকারী ছুটির কথা বিবেচনা করে এই সংক্ষিপ্ত অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।
 
অবরোধের সময় এম্বুলেন্স, রোগী বহনকারী যান, ফায়ারসার্ভিস, জরুরী বিদ্যুৎ-পানি ও ওষধ সরবরাহকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।


 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions