রাঙামাটিতে যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ০৮ এপ্রিল, ২০১৮ ১১:২৯:২০ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ১১:১৪:২৭

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে যুব আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটি ক্ষুদ্র ইনষ্টিটিউট কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন যুব মহিলালীগের সাধারন সম্পাদক অধ্যাপিকা অপু উকিল এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার।
যুব মহিলা লীগের রাঙামাটি জেলা কমিটির আহবায়ক রোকেয়া আখতারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি নার্গিস মাহাতাব ও দপ্তর সম্পাদক বীণা চৌধুরী।
সম্মেলন বক্তারা বলেন, পাহাড়ের সাধারন মানুষ অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে আছে, পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে অবাধ ও সুষ্ঠ নির্বাচন করা সম্ভব হবে না। তারা অনতিবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।
সম্মেলনের পুর্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।  


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions