শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বরকলে সংগঠন উন্নয়ন ও নথিপত্র ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৩১:৩৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৬:০৪:৩৯  |  ৬৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বন বাঁচলে থাকবে পানি এ শ্লোগানে সিএইচটি ওয়াটারশেড কো- ম্যানেজমেন্ট এক্টিভিটির সংগঠন উন্নয়ন ও নথিপত্র ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার  সকালে রাঙামাটির বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙ্গামাটি জেলা পরিষদের আয়োজন  প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা।

বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমার সভাপতিত্বে সভায় মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, এসআইডি সিএিচটি ইউএনডিপি প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটর ধীমান ত্রিপুরা,  সিএইচটিডব্লিউসিএ প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা সহ অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের উদ্বোধনকালে রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পার্বত্য অঞ্চলও ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি মোকাবেলায় পার্বত্য অঞ্চলের পাড়া বনগুলো টিকিয়ে রাখতে হবে। পাড়াবন গুলো যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে ছড়া ও ঝিড়িতে পানির কোন অভাব থাকবে না। পাড়া বন  গুলো যদি টিকিয়ে রাখা যায় আগামী প্রজন্মকে পানির অভাবে ভুগতে হবে না।

তিনি বলেন বিদেশি দাতাগুলো গুলো পার্বত্য অঞ্চলের পাড়াবন সৃষ্টিতে পাড়ার লোকজনকে দক্ষতা বৃদ্ধি করতে আর্থিক সহযোগিতা প্রদান করছে। আগামীতে হয়তো এ সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। তাই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পাড়াবন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

প্রশিক্ষণে বরকল উপজেলার ৯ টি পাড়া বন ভিসিএফের ২০ জন সদস্য অংশ গ্রহন করেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions