শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে ডিজিটাল হাব প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০৯:২৬:০৮ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১০:৫২:১৩  |  ৫৩৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ডিজিটাল হাব প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে এই সার্টিফিকেট বিতরণ করা হয়। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।

এসময় বিভাগীয় কমিশনার বলেছেন, বর্তমান সরকারের আমলে আইসিটি ও প্রযুক্তিতে দেশ অনেকদুর এগিয়ে গেছে। যারা লেখা পড়া শিখে কিছু করতে পারছে না, বেকার রয়েছে তারা এই প্রশিক্ষণের মাধ্যমে আউটসোসিং এর পাশাপাশি স্বাবলম্বী হতে পারবে। চাকরির আশায় তাদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঘুরতে হবে না।  নিজেরা আইটিতে দক্ষ হয়ে অন্যদের চাকুরি দিতে পারবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে।
পরে তিনি প্রশিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

প্রসঙ্গত: রাঙামাটি জেলা প্রশাসনের আইসিটি বিভাগ  লেখা পড়া শেষ করে যারা বেকার রয়েছে তাদের প্রশিক্ষণের দিয়ে আউটসোসিং এর মাধ্যমে আয় করতে ডিজিটাল হাব প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। গত ২ বছরে ৩০০জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।  

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions