শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

নবগঠিত রাঙামাটি প্রেসক্লাব থেকে এবার অব্যাহতি নিলেন মিলটন বড়ুয়া

প্রকাশঃ ০১ অগাস্ট, ২০২১ ০১:০৮:১৬ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৭:৫৫:৫৩  |  ১৪৩৩
সিএইচটি টুডে ডট কম রাঙামাটি। ব্যক্তিগত কারন দেখিয়ে নব গঠিত রাঙামাটি প্রেস ক্লাব এর সহ সভাপতি পদ থেকে অব্যহতি নিয়েছেন সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া। গত ৩১ জুলাই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠনের সাথে থাকতে অপারগতা প্রকাশ করে লিখিতভাবে এ অব্যহতি নেন। একই সাথে তিনি তাঁর প্রতিষ্ঠিত রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন (অরইউজে) থেকেও অব্যাহতি নেন।

এ বিষয়ে মিলটন বড়ুয়া জানান, নিজ প্রকাশনা সাপ্তাহিক পাহাড়ের সময় পত্রিকার কাজের ব্যস্ততা এবং ব্যক্তিগত নানা কারনে এ দুটি সংগঠণ থেকে অব্যহতি নেন। তিনি আরো জানান, বর্তমানে সাংবাদিকতা পেশায় অপসাংবাদিকতার প্রতিযোগীতা চলছে। এ পেশাকে পূঁজি করে কিছু দূর্বৃত্তায়নের ব্যক্তি নিজ নিজ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এ মহান পেশাকে কলুষিত করে চলেছে। যার কারনে যারা প্রকৃতভাবে এ পেশার লালন পালন করছে তাদেরকেও হেয়প্রতিপন্ন করা হচ্ছে। সাংবাদিক এবং সাংবাদিকদের প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনার চতুর্থ স্তম্ভ হলেও কোথাও কোথাও দূর্বৃত্তায়নের সাংবাদিকতার কারনে এ পেশার যথেষ্ট অবমাননা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions