বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

বিলাইছড়িতে ৮ দিনে করোনায় ৩জনের মৃত্যু

প্রকাশঃ ০১ অগাস্ট, ২০২১ ০৯:০১:৪৬ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০১:২১:১৪  |  ১০৪৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বিলাইছড়িতে গত এক সপ্তাহে চিকিৎসাধীন অবস্থায় এপর্যন্ত ৩জন মারা গেছে। করোনার প্রথম ঢেউয়ের সময় বিলাইছড়িতে গুটি কয়েকজন করোনায় আক্রান্ত থাকলেও এবারের মত আক্রান্ত হয়নি, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রশাসন থেকে নানা উদ্যোগ নেয়া হলেও এবার গতবারের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশী।

এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে বিলাইছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ দিনের ৩জন মারা যায়, প্রত্যন্ত এলাকাগুলোতে চিকিৎসা ব্যবস্থা নাজুক, উন্নত চিকিৎসার অভাব এবং দরিদ্র হওয়ায় অনেকে শহরে আসতে চায় না, ফলে সুচিকিৎসার অভাবে অনেকে মৃত্যুবরণ করেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

জানা গেছে, গত ২৩ জুলাই ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কতুবদিয়া মৌজার বাসিন্দা মহেন্দ্র তঞ্চঙ্গ্যা (৭০) করোনা আক্রান্ত হয়ে বিলাইছড়ি স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একইভাবে গত ২৭ জুলাই বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  কেরনাছড়ির বাসিন্দা বেবী তালুকদার (৫০) বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎিসাধীন অবস্থায় মারা যান।

গত ৩১ জুলাই শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন  পেয়ংখুলী তঞ্চঙ্গ্যা (৬২) নামে এক বৃদ্ধা, সে ৩ নং ফারুয়া ইউনিয়নের ওরাছড়ি গ্রামের বাসিন্দা।

প্রত্যন্ত এলাকায় মানুষ যথাসময়ে পরীক্ষা না করা, সামাজিক দুরত্ব না মানা, স্বাস্থ্যবিধি না মানা  ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী না চলার কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions