শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে লকডাউন কার্যকরে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২১ ০২:১৬:৩২ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৩:২০:৩৮  |  ৫৭৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন কার্যকর করতে দ্বিতীয় দিনে সকাল থেকে মাঠে কাজ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত, পুলিশ ও বিজিবি। 

এসময় তারা বিভিন্ন পয়েন্টে গাড়ী চেক পোষ্ট চেক করাসহ অকারণে যারা ঘোরাঘুরি করছে, তাদের বাড়ীতে পাঠিয়ে দেয়। লক ডাউনের কারণে রাঙামাটি শহরের সকল মার্কেট বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে আভ্যন্তরীন যানবাহন। কেবল জরুরী কাজে বের হওয়া লোকজন ছাড়া কারো গাড়ী চলতে দিচ্ছে না আইন শৃঙ্খলাবাহিনী।  খোলা রয়েছে, কাঁচামাল, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, তবে বিকাল ৩টার পর ওষুধের দোকান ছাড়া অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়।

রাঙামাটি শহরের বনরুপা, তবলছড়ি ও রিজার্ভবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত মাস্ক পড়ায় কয়েকজনকে জরিমানা করে। একই সাথে জেলার ১০ উপজেলায়ও লকডাউন কার্যকরে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি বোরহান উদ্দিন মিঠু জানান, লকডাউনের দ্বিতীয় দিন জেলা প্রশাসনের ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, এতে ২৬ মামলায় ১১,৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions