মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

বিলাইছড়িতে কঠোর লকডাউন পালিত হচ্ছে

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২১ ০১:১৯:০৩ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ০৬:১০:৪০  |  ৫৭৪
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)। কোভিত-১৯ থেকে সুরক্ষা পেতে সবাইকে স্বাস্থ্য বিধি মানতে ঈদের পর সরকার ঘোষিত পুনরায় ১৪ দিন লকডাউনের ২য় দিনেও চলছে কঠোর লকডাউন। কঠোর এই লকডাউনের কারণে সড়ক ও নৌ-পথ সকল যানবাহন বন্ধ রয়েছে। চলাচল করেননি দুরপাল্লার সকল প্রকার সড়ক ও নৌপথের যানবাহন। করোনার ২য় ঢেউ মোকাবেলা  করতে এবং লকডাউনকে কর্যকর করতে মাঠে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ,সেনাবাহিনী, জনপ্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি।

এবিষয়ে বিলাইছড়ি থানার ওসি (তদন্ত).এম. এ রউফ খান জানান, লকডাউনে প্রতিদিনের মত আজকেও আমাদের টীম দিন ব্যাপী মাঠে কাজ করে যাচ্ছে।
জনবহুল এলাকা বাজার,ধূপ্যাচর,দীঘলছড়ি, নলছড়ি এমনকি গ্রাম পর্যায়েও ঘুরে চোখে পড়ার মত ভিড় দেখা যায়নি।

বন্ধ রয়েছে সরকারি নির্দেশনা মোতাবেক সকল সরকারি-বেসরকারি অফিস,দোকান, শপিংমল,হোটেল-মোটেল। শুধু খোলা রয়েছে নির্দেশনা মোতাবেক  নিত্য প্রয়োজনীয় দোকান, কাঁচা বাজার ও ফার্মেসী দোকান।

তাছাড়া স্বাস্থ্য বিভাগ সূত্রে নতুন করে আরো ৩ জন করোনা শনাক্ত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions