শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে ৭০ জনের মধ্যে ৩০জন করোনা পজেটিভ

প্রকাশঃ ২২ জুলাই, ২০২১ ১২:১০:২০ | আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৪ ১০:১৪:৩২  |  ৭৬৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ক্রমশ: বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সদরের পাশাপাশি প্রত্যন্ত উপজেলাগুলোতেও বেড়েছে করোনা রোগী।  রাঙামাটি সদর  ও কাপ্তাই উপজেলায় তুলনামুলক আক্রান্তের সংখ্যা বেশী।

আজ বৃহস্পতিবার রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টিজিনায়  ৭০জন নমুনা পরীক্ষা করেছেন  এরমধ্যে ৩০জনের পজেটিভ আসে। আক্রান্ত ৩০ জনের মধ্যে রাঙামাটি সদর উপজেলার ২৫জন, কাউখালী ৩জন এবং বিলাইছড়ি উপজেলার ২জন বাসিন্দা রয়েছেন। সংক্রামণের হার ৪২.৮৬% পার্সেন্ট। রাঙামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২,২৯৪ জন, সুস্থ্য হয়েছেন ১,৮৪৬ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ২০জন।

রাঙামাটিতে এপর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ১৪,৮৯২ জন এরমধ্যে নেগেটিভ এসেছে ১২,৫৯৮ জনের।

রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, মানুষের অসর্তক চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
রাঙামাটিতে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৯,৮৪১জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮,৮৮১জন।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions