শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বিলাইছড়িতে ঈদুল আযহার নামায অনুষ্ঠিত

প্রকাশঃ ২১ জুলাই, ২০২১ ০৫:৪২:১১ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৯:১৪:২৪  |  ৬৫৪
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)। বিলাইছড়িতেও সারাদেশের ন্যায় ঈদুল আজহার নামায  অনুষ্ঠিত হয়েছে।উপজেলা জামে মসজিদ প্রাঙ্গনে সকাল ৭ টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের ঈমাম মো.শিব্বির জানান, বর্তমানে ধর্মীয় মন্ত্রনালয়ের জারিকৃত করোনা অতি মহামারী কারণে স্বাস্থ্য বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করা হয়। তিনি আরও জানান,উপজেলায় প্রায় ১৩টি গ্রামে ঈদ পালন করা হয়। উপজেলা জামে মসজিদে নামাজ আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর রহমান ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সহ সর্বস্তরের মুসল্লীগণ।

এছাড়াও ১নং বিলাইছড়ি ইউনিয়নে উপজেলা সদর এলাকা সাক্রাছড়ি মো.আবুসাঈদ কার্বারী পাড়া এলাকা, বহলতলী বাঙালি পাড়া এলাকা ও ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে মহর মেম্বার এলাকা,সোবহান মেম্বার এলাকা ও পান্নু মেম্বার এলাকা এবং ৩ নং ফারুয়া ইউনিয়নের বাজার এলাকা,শুক্কর ছড়ি পাড়া এলাকা,এগুজ্যাছড়ি বাঙালি পাড়া এলাকা এবং আলেখ্যং বাঙালি পাড়া এলাকা মুসল্লিরা স্বস্ব মসজিদে নামাজ আদায় করেন।
নামায শেষে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ও পৃথিবীর সকল মানুষের সুখ সমৃদ্ধির কামনায় দোয়া করা হয়।

সকালে নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হয়। ঘরে ঘরে স্বাস্থ্য বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদ উৎসব পালন করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions