শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

এরশাদ সরকারের সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ানের পরলোক গমন

প্রকাশঃ ২১ জুলাই, ২০২১ ০৫:৪১:০১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৮:৩৫:০৯  |  ৯১১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। এরশাদ সরকারের সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ান বার্ধক্যজনিত কারনে রাঙামাটির ২ নং পাথর ঘাটার নিজ বাস ভবনে আজ বুধবার ভোর ৫ টায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তারঁ বয়স হয়েছিল ১০১ বছর । তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ দুপুর ২ টায় আসামবস্তি মহা শশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বিনয় কুমার দেওয়ান ১৯২৫ সালের ৯ মার্চ রাঙামাটির বড়াদমে জন্মগ্রহন করেন। ১৯৭১ সনে তিনি বড়াদম মৌজার হেডম্যান নিযুক্ত হন। তিনি হেডম্যান এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি কয়েক মেয়াদে ১৯৭০ থেকে ১৯৮৫ সন পর্যন্ত মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল ছিলেন। এছাড়া ১৯৮৪ -৮৫ সনে রাঙামাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি  ১৯৮৬ সন থেকে রাঙামাটি আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৮৭ সালে তাঁকে পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়। ১৯৯০ সন  পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions